আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির দাবি, গণহত্যায় জড়িত থাকার দায়ে এসব দল ও নেতাদের আইনের আওতায় আনা জরুরি।
রোববার (১১ মে) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। পোস্টে তিনি লেখেন, “আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দল এবং জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। সেই সঙ্গে জি এম কাদেরসহ জাপার শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে।”
এর আগে, ছাত্র ও সাধারণ মানুষের তীব্র আন্দোলনের মুখে শনিবার (১০ মে) রাতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী, গণহত্যার অভিযোগে অভিযুক্ত দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী কার্যদিবসে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছে সরকারি সূত্র।
গণঅধিকার পরিষদ বলছে, শুধু আওয়ামী লীগ নয়—তাদের মিত্র ও সহযোগী দলগুলোকেও একইভাবে জবাবদিহির আওতায় আনতে হবে, নইলে বিচার অসম্পূর্ণ থাকবে।
এই দাবির প্রেক্ষিতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।