“আমার পৃথিবীটাই মা”—মা দিবসে নিলয়ের আবেগঘন বার্তা

মা দিবস উপলক্ষে মায়ের প্রতি আবেগঘন অনুভূতি প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "মাকে শুধু একদিন নয়, বছরের ৩৬৫ দিনই শুভেচ্ছা জানাতে চাই। আর শুধু নিজের মা নন, পৃথিবীর সব প্রাণীর মা-ই সম্মানের যোগ্য।"

নিলয় জানান, ছোটবেলায় পড়াশোনা না করলে বা খেলাধুলায় ব্যস্ত থাকলে মা বকতেন, শাসন করতেন। তবে এখন মা অভিমান করেন বা সরাসরি মতামত দেন। তিনি বলেন, "বড় হওয়ার পর মা এখন যা পছন্দ হয় না, তা সরাসরি বলেন। জন্মদিন বা বিশেষ দিনে কেক কাটা, ফুল দেওয়া—এসব দিয়ে মাকে খুশি করার চেষ্টা করি।"

নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ বলতে গিয়ে নিলয় বলেন, "ছোটবেলায় সবচেয়ে বেশি সময় মায়ের সঙ্গেই কেটেছে। তবে বাবা-মা দুজনই আমাকে সমানভাবে ভালোবাসেন। আমিও দুজনকেই সমানভাবে ভালোবাসি।"

মায়ের প্রতি ভালোবাসার কথা জানিয়ে নিলয় বলেন, "আমার পৃথিবীটাই মা। সবসময় চাই বাবা-মাকে খুশি রাখতে, তাদের ভালো রাখতে। এটাই আমার স্বপ্ন।"

বৃদ্ধাশ্রমে মা-বাবার থাকা প্রসঙ্গে নিলয় বলেন, "যাদের মা-বাবা বেঁচে আছেন, কিন্তু তারা বৃদ্ধাশ্রমে থাকেন—এটা সন্তানদের জন্য দুর্ভাগ্যের। মা-বাবার সেবা করাই আসলে সন্তানের সৌভাগ্য।"


এসএস/টিএ

Share this news on: