দেশের কোনো বিচারক আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দেওয়ার সাহস রাখেন না বলে মন্তব্য করে দলটিকে নিষিদ্ধের দাবি তুলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
রোববার (১১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
হাদি বলেন, “আওয়ামী লীগকে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ করার নিশ্চয়তা নেই। তাই এই সিদ্ধান্ত বিচার বিভাগ নয়, জনগণকেই গণভোটের মাধ্যমে নিতে হবে।”
তিনি অন্তর্বর্তী সরকারের বিলম্বেরও সমালোচনা করেন। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গ টেনে বলেন, “দেশত্যাগে সহায়তাকারীদের পরিচয় প্রকাশ করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
এ সময় তিনি জানান, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রস্তুতির দায়িত্ব শুধু এনসিপির একার নয়, বরং সব রাজনৈতিক দলের সম্মিলিতভাবে কাজ করার সময় এসেছে।