এত কান্না করেছি, মেকআপ নষ্ট হয়ে গেছে

ঈদে মুক্তিপ্রাপ্ত সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’ দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন সিনেমাটি দেখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক ফেসবুক পোস্টে ফারিয়া লেখেন, “সিয়াম আহমেদ, এখন থেকে আমাকে আপনার একজন ভক্ত হিসেবেই ধরতে পারেন। এইমাত্র ‘জংলি’ দেখা শেষ করলাম। নিঃসন্দেহে এটি আপনার সেরা অভিনয়।”

তিনি আরও লেখেন, “এই সিনেমার জন্য আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন, তা স্পষ্ট। আপনি স্বমহিমায় ফিরেছেন, অভিনন্দন। আর ছোট্ট মেয়েটার কথা না বললেই নয়—সে আমার হৃদয় কেড়ে নিয়েছে। তার অভিনয় ছিল অসাধারণ, খুবই আদুরে।”

‘ঈদের প্রথম দেখা সিনেমা যা সত্যিই দেখার মতো’, উল্লেখ করে তিনি লেখেন, “এত কান্না করেছি যে মেকআপই নষ্ট হয়ে গেছে।” সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজিও।

উল্লেখ্য, এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিতে সিয়ামের পাশাপাশি অভিনয় করেছেন শবনম বুবলী ও দীঘি। আজাদ খানের গল্পে চিত্রনাট্য লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা।


এসএস/টিএ

Share this news on: