একটি দল সংস্কার না করে গণভবনে যেতে চায়: নাসিরুদ্দীন পাটোয়ারী

গণতান্ত্রিক সংস্কার ছাড়া কেবল ‘গণভবনে যেতে চাওয়া’র রাজনীতিকে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, “আওয়ামী লীগের মতো অবস্থা কোনও রাজনৈতিক দলের হোক, আমরা তা চাই না।”

সোমবার (১২ মে) সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, “রাজনৈতিক ও উপদেষ্টামণ্ডলীর দ্বিধা-দ্বন্দ্বের কারণে এখনও জুলাই সনদ ঘোষণা করা যায়নি। ৩০ কার্যদিবসের মধ্যে এই সনদ ঘোষণার কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে জনগণ যমুনার সামনে বসে থাকবে না, সরাসরি ভেতরে ঢুকে যাবে।”

তিনি আরও বলেন, “শাসক বদলেছে, কিন্তু ব্যবস্থার কোনও পরিবর্তন হয়নি। যে কাঠামো আগেও সংকট তৈরি করেছে, তা এখনো রয়ে গেছে। তাই কেবল সরকারের পরিবর্তন নয়, কাঠামোগত সংস্কার জরুরি।”

এ সময় তিনি বর্তমান ট্রাইব্যুনালের সংস্কারের দাবি জানান এবং আরও একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবও তোলেন।


এসএস/টিএ

Share this news on: