৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় দুটি অর্জন ১৯৭১ ও ২০২৪ সাল— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১২ মে) রাতে দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “একাত্তর ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর, আর ২০২৪ সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার বছর।”

তিনি বলেন, “বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের স্বাধীনতাপ্রিয় লাখো শহীদের রক্তে লেখা বার্তা হলো— দিল্লির তাঁবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিন্ডি ত্যাগ করেনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর, সিপাহি-জনতা একই বার্তা দিয়েছিল।”

তারেক রহমান অভিযোগ করেন, “এক সময়ের পতিত ও পলাতক এক স্বৈরাচার দেড় দশক ধরে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। এখন সেই পরাজিত অপশক্তি ও তাদের দোসরদের যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে— সেটাই বাংলাদেশের আজ এবং আগামীর রাজনৈতিক লক্ষ্য হওয়া উচিত।”


এসএস/টিএ

Share this news on: