জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন মিম আক্তার নামে এক তরুণী।
রোববার (১১ মে) সকালে উপজেলার শিহুরী মধ্যপাড়ায় প্রেমিক সাগরের বাড়িতে অবস্থান নেন তিনি। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে মা-বাবাসহ বাড়ি ছেড়ে পালিয়ে যান সাগর।
জানা যায়, প্রেমের সম্পর্কে থাকাকালীন ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক জড়িয়েছেন প্রেমিক সাগর।
এখন সে বিয়ের কথা বললে সাগর তাকে বিয়ে করতে অস্বীকার করেন। জানান, সারাজীবন সেই তরুণীর বন্ধু হয়ে থাকতে চান তিনি। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ওই তরুণী।
ভোক্তভোগী তরুণী বলেন, 'আমাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক।
আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছে সে। আমাদের মাঝে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। এখন বিয়ের কথা বললে সাগর আমাকে বলে, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি সারাজীবন তোমার বন্ধু হয়ে থাকবো।’
তিনি আরো বলেন, ‘আমি সাগর কে ভালোবাসি। আমি তাকে সারাজীবনের জন্য পেতে চাই। সাগরকে না পেলে আমি এই বাড়িতেই মারা যাবো। আজ সকালে বিয়ের দাবিতে তার বাড়িতে আসলে তাকে এখানেই দেখতে পাই।
পরে কৌশলে সাগরকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে তালা দিয়ে তার মা-বাবা ও পরিবারের অন্য লোকজনও পালিয়ে যান।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত সাগরের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
বিয়ের দাবিতে তরুণীর অনশনের বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এসএম