শেরপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিকের প্রাণ গেল

শেরপুরে নালিতাবাড়ীর পল্লীতে অন্যের জমিতে মজুরিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষিশ্রমিক। এসময় আহত হয়েছেন সকুল (২০) নামে আরো এক শ্রমিক।

রোববার (১১ মে) সন্ধ্যা ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি একই উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামে।

পুলিশ স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, উত্তর কাপাশিয়া গ্রামের কৃষিশ্রমিক খবির উদ্দিন ও সকুল মিয়াসহ কয়েকজন মিলে আন্ধারুপাড়া গ্রামে জনৈক কৃষক সারোয়ার হোসেনের বোরোধান কাটছিলেন। পড়ন্ত বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বজ্রপাতে কৃষিশ্রমিক খবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সঙ্গে থাকা অপর কৃষিশ্রমিক সকুল। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ রহমান ও নালিতাবাড়ী থানার ওসি হাবিবুর রহমান বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএম

Share this news on: