আইপিএলের বাকি ম্যাচগুলো হতে পারে ৩ ভেন্যুতে

কয়েকদিন ধরে পালটাপালটি হামলার পর শনিবার বিকালে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এরপর দুই দেশের সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগামী ১৬ মে আইপিএল শুরুর পরিকল্পনা তাদের। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ১৬ মে থেকে তিন ভেন্যু চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে টুর্নামেন্টের বাকি ১৬ ম্যাচ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ফাইনাল হতে পারে ৩০ মে।

গতকাল রাতেই নতুন সূচি আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দলগুলো তাদের মতামত জানানোর পর আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন দলের খেলোয়াড়দের মঙ্গলবারের মধ্যে নির্ধারিত ভেন্যুতে রিপোর্ট করতে বলে। দলগুলো এরই মধ্যে বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।

বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি আশাবাদী, মে মাসে টুর্নামেন্ট ফের মাঠ গড়ালে বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ফিরে আসবে। কিন্তু যদি টুর্নামেন্ট ২৫ মের পর পর্যন্ত গড়ায় তাহলে তাদের ফেরার কোনো নিশ্চয়তা নেই।

এর মূল কারণ দ্বি-পাক্ষিক সিরিজের কমিটমেন্ট। এর মধ্যে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে ম্যাচ শুরু হবে লর্ডসে, ১১ জুন।

চলতি আসরে এখন পর্যন্ত শেষ হয়েছে ৫৭টি ম্যাচ। ৫৮তম ম্যাচটি হওয়ার কথা ছিল পাঞ্জাব ও দিল্লির মধ্যে, ৮ মে। প্রথম ইনিংসে ১০.১ ওভার খেলা হওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি বাতিল করা হয়। সেই ম্যাচ আবার হবে কী না, এখনও জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
‘দলগুলোর ভিন্নমত থাকলেও সবার লক্ষ্য এক’ May 13, 2025
img
সারাদেশে এনআইডি সেবা সাময়িক বন্ধ, ওটিপি না আসায় ভোগান্তি May 13, 2025
img
বরিশালে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর May 13, 2025
img
ধর্ম অবমাননার অভিযোগে কংগ্রেসসহ রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা May 13, 2025
img
ভারতের হামলায় ১১ সেনাসহ প্রাণ গেল ৫১ জনের May 13, 2025
img
দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে ডা. জোবাইদার আপিল May 13, 2025
img
সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস May 13, 2025
img
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে May 13, 2025
img
১১ বার প্রত্যাখ্যানের পর সানি লিওনের কোলে নিশার আশ্রয় May 13, 2025
img
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম : প্রধান বিচারপতি May 13, 2025