ক্লাব ছাড়ছেন আলোনসো, শেষ হোম ম্যাচে হারল তার দল

দুইদিন আগেই লেভারকুসেনের স্প্যানিশ কোচ জাবি আলোনসো জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। ফলে জার্মান ক্লাবটির হয়ে আর দুই ম্যাচে ডাগআউটে দেখা যাবে তাকে। তার আগে রোববার (১১ মে) হাইভোল্টেজ ম্যাচে লেভারকুসেন মুখোমুখি হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডের। তবে ঘরের মাঠে দায়িত্বে থাকা নিজের শেষ ম্যাচটা বাজেভাবে হেরেছেন আলোনসো।

বে এরেনায় লেভারকুসেনকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। মৌসুমে এটি লেভারকুসেনের তৃতীয় হার। এই ম্যাচ হারলেও টেবিলের দ্বিতীয় স্থানটা নিশ্চিত করেছে তারা।

ছয় গোলের ম্যাচে প্রথম হাফে হয় তিন গোল। ৩০তম মিনিটে ফ্রিংপং লেভারকুসেনকে এগিয়ে দেন। তবে প্রথম হাফ শেষ হওয়ার আগেই ২-১ গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৩৩তম মিনিটে ডর্টমুন্ডকে সমতায় ফেরান লেভারকুসেনের সাবেক খেলোয়াড় জুলিয়ান ব্র্যান্ডট। ২০১৯ সালে লেভারকুসেন ছেড়ে ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন তিনি। আর ৪৩তম মিনিটে দ্বিতীয় গোলটি আসে রায়ারসনের পা থেকে।

দ্বিতীয় হাফেও দাপট দেখায় ডর্টমুন্ড। ৭৩তম মিনিটে ব্যবধান ৩-১ করেন করিম আদিয়েমি। আর ৭৭তম মিনিটে ডর্টমুন্ডের হয়ে চতুর্থ গোলটি করেন সেরহো গিরাসি। চলতি মৌসুমে লিগে এটি ছিল গিরাসির ২০তম গোল।

শেষ দিকে এক গোল শোধ দেয় লেভারকুসেন। ম্যাচে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে লেভারকুসেনের দ্বিতীয় গোলটি করেন হোফম্যান।

লেভারকুসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে রইল ডর্টমুন্ড। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা।

এদিকে ম্যাচ শুরুর আগে লেভারকুসেনের কোচ আলোনসো এবং দলটির ডিফেন্ডার জনাথান তাহ'কে সম্মাননা জানানো হয়। লেভারকুসেনের ডিফেন্ডার জনাথান তাহ'ও জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের ‘স্পেশাল ফোর্স’ গঠন: ডিজি May 14, 2025
img
‘কোহলি সর্বকালের অন্যতম সেরা, তবে ভারতের প্রতিভার কমতি নেই’ May 14, 2025
img
কুমিল্লায় ২২ মামলার আসামি মামুন আটক May 14, 2025
img
ফের ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরছেন মার্তা May 14, 2025
img
এই ক্ষমতা বেশি দিন টিকবে না, মন্তব্য শাজাহান খানের May 14, 2025
img
এনবিআর ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন সেলিম রহমান May 14, 2025
img
ফাইনালের আগেই আইপিএলে থাকা খেলোয়াড়দের ফেরত চায় দক্ষিণ আফ্রিকা May 14, 2025
img
আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি: আসিফ মাহমুদ May 14, 2025
img
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া May 14, 2025
img
পুলিশের বাধায় পণ্ড জবি শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’ May 14, 2025