ময়ূর পেখম মেলতেই নাচ শুরু করলেন কঙ্গনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত সবসময় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন। প্রায় দিনই তিনি ভক্ত-অনুরাগীদের নিজের জীবন নিয়ে নানা কথা আপডেট দিতে থাকেন।

সামাজিক মাধ্যমে গতকাল রোববার (১১ মে) একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ ভিডিওতে কঙ্গনাকে ময়ূরের মতো নাচতে দেখা যায়। আবার কখনো তাকে আম পাড়তেও দেখা যায়। নিজের পোস্টের সঙ্গে প্রাণবন্ত জীবনের কথাও বলেছেন অভিনেত্রী।

যে ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কঙ্গনা রানাউত, সেখানে এক সবুজে ঘেরা বাগানে একটি ময়ূরকে পেখম মেলে নাচতে দেখা যায়, যা দেখে তিনি নিজেই তার মতো করে নাচতে শুরু করেন। পরের ভিডিওতে তাকে একটি গাছ থেকে লাফিয়ে লাফিয়ে আম পেড়ে আনতেও দেখা যায়। এ ভিডিওরই ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—বেঁচে থাকার জন্য কেবল একটি জিনিসই প্রয়োজন আর তা হলো— জীবন। আশা করি আমরা শুধু বাঁচব না, বরং বেঁচে থাকব এবং প্রাণবন্তও থাকব।

এই ভিডিও নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। এক নেটিজেন লিখেছেন— ‘অ্যায়সে খিলখিলাতি আচ্ছে লাগতে হো’। আরেক নেটিজেন লিখেছেন— ইয়ে দিল মাঙ্গে মোর। অন্য আরেক নেটিজেন লিখেছেন—আপনার হৃদয়ে আমার জন্যও একটা জায়গা আছে।

কেউ আবার কঙ্গনা রানাউতকে ‘সুন্দর রানী’র তকমা দিয়েছেন। অভিনেত্রীকে এক নেটিজেন প্রশ্ন করেছেন—আপনার কাছে কত রঙ আছে? কেউ আবার মজা করে লিখেছেন— আমরাও এভাবে লাফিয়ে লাফিয়ে লম্বা হই।

উল্লেখ্য, বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির সংসদ সদস্য হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ২০২৪ সালে তিনি নির্বাচনে জিতে নিজের রাজ্যের মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন। কিছু দিন আগে 'ইমার্জেন্সি' সিনেমাতেও ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সিনেমাটি বক্স অফিসে সাফল্য না পেলেও কঙ্গনার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

কঙ্গনা রানাউত শিগগিরই হলিউডে পা রাখতে চলেছেন। তাকে ভৌতিক সিনেমা 'ব্লেসড বি দ্য ইভিল'-এ প্রধান চরিত্রে দেখা যাবে। তার সেই সিনেমায় সহ-অভিনেতা হিসেবে থাকবেন টাইলার পোসি ও স্কারলেট রোজ স্ট্যালোন। অনুরাগ রুদ্র সিনেমাটি পরিচালনা করছেন। সিনেমার শুটিং শুরু হবে নিউইয়র্কে বলে জানা গেছে।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট May 12, 2025
img
আ.লীগের পক্ষে পোস্ট-কমেন্ট করলেও ব্যবস্থা: আসিফ মাহমুদ May 12, 2025
img
কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা হবে : রিজওয়ানা হাসান May 12, 2025
img
কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে প্রাণ হারালেন র‍্যাব সদস্য May 12, 2025
img
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণ গেল নিমরতের 'মেজর' বাবার May 12, 2025
img
পাক-ভারত উত্তেজনা, ওয়ামিকার স্বপ্নভঙ্গ May 12, 2025
img
ক্রীড়া পরিবেশ ফেরাতে জাতীয় স্টেডিয়ামে মোবাইল কোর্টের অভিযান শুরু May 12, 2025
img
যুদ্ধবিরতির পর একসঙ্গে ৩২ বিমানবন্দর চালু করল ভারত May 12, 2025
img
আ. লীগকে নিষিদ্ধ করায় ঢাবিতে গরু-ছাগল দিয়ে ভুড়িভোজ May 12, 2025
img
বিএসএফের রেখে যাওয়া ৮১ জনকে নেওয়া হয়েছে শ্যামনগর থানায় May 12, 2025