বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ (সোমবার) থেকে শুরু হয়েছে। রাজশাহীতে দিনের শুরুতে ব্যাট করতে নেমে সফরকারী প্রোটিয়াদের নির্ধারিত ৫০ ওভার সংগ্রহ ৮ উইকেটে ৩০১ রান। তাদের পক্ষে কনোর ওয়েড সর্বোচ্চ ৭১ এবং এনড্রিল ওয়াসটিন ৬১ রান করেছেন। বিপরীতে, বাংলাদেশি পেসার রিপন মন্ডল ৩ উইকেট নিলেও ছিলেন খরুচে।

এদিন ম্যাচে আগে ব্যাট করতে নেমে আফ্রিকার শুরুটা ভালো হলেও এরপর হুট করে খেই হারায়। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। আহরার আমিনের জোড়া আঘাতে বাংলাদেশের পক্ষেই ছিল ম্যাচ। তবে এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন কনোর। দলীয় ১৩৩ রানে আবারও ভাঙে কনোর এবং এনড্রিলের জুটি।

মূলত এই দুই প্রোটিয়া ব্যাটারই দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এক সময় মনে হচ্ছিল ২৫০ রানের পুঁজি পাবে দলটি। তবে শেষদিকে সেটিকে তিনশতে পরিণত করেছেন তিয়ান মিচায়েল এবং নকোবোনি। মিচায়েল খেলেছেন ১৫ বলে ২৬ রানের ক্যামিও।

বাংলাদেশের হয়ে বোলারদের শুরুটা ভালো হলেও শেষদিকে ছিল ছন্নছাড়া। দলের হয়ে সবচেয়ে খরুচে ছিলেন রিপন মন্ডল, ৮৪ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। এ ছাড়া আহরার পিয়ান নিয়েছেন ২ উইকেট।

আরএম/এসএন


Share this news on: