ফিফা ক্লাব বিশ্বকাপের আগে তিন তারকা ফুটবলারকে চায় রিয়াল মাদ্রিদ

আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াডে শক্তি বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। এ লক্ষ্যে লিভারপুলের ডান দিকের রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে দলে টানতে তৎপর হয়ে উঠেছে ক্লাবটি।। শুধু তাই নয়, ক্লাব বিশ্বকাপে রিয়ালের জার্সিতে তাকে মাঠে চায় ক্লাবটি।

স্প্যানিশ মিডিয়া এল চিরিংগুইটোর খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই তিনজন বড় তারকাকে দলে নিতে চায়। এর মধ্যে আলেকজান্ডার-আর্নল্ড প্রথম টার্গেট হলেও, পাশাপাশি ক্লাবটি একজন সেন্টার-ব্যাক এবং একজন লেফট-ব্যাক-ও খুঁজছে।

সেন্টার-ব্যাক পজিশনে শক্তি বাড়াতে রিয়াল মাদ্রিদ নজর দিয়েছে উইলিয়াম সালিবা এবং ইব্রাহিমা কোনাটের মতো প্রিমিয়ার লিগের শীর্ষ ডিফেন্ডারদের দিকে। তবে ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই তাদের দলে ভেড়ানো সহজ হবে না।

এছাড়া, সালিবা ও ডিন হুইসেনের মতো খেলোয়াড়দের মূল্যও বেশি, যা রিয়াল মাদ্রিদের কাঙ্ক্ষিত প্রোফাইলের সঙ্গে খাপ খায় না।

লেফট-ব্যাক পজিশনে বেনফিকার আলভারো কারেরাস এবং চেলসির জোরেল হাটো রিয়ালের নজরে থাকলেও এই তারকাদের পেতে চড়া মূল্য গুনতে হতে পারে ক্লাবকে।

প্রসঙ্গত, ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হবে জুনের মাঝামাঝি। যা ইউরোপীয় ক্লাবগুলোর সাথে খেলোয়াড়দের চুক্তি শেষ হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে।
তাই এই সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদের তিনটি বড় সাইনিং করা কঠিন চ্যালেঞ্জ হতে পারে।

আরআর/এসএন

Share this news on: