বাংলাদেশ-ডেনমার্ক তৃতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৫ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা ঘোষণা করেছে ডেনমার্ক। সোমবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নেয় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বাণিজ্য, জলবায়ু, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে। অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা।ডেনমার্কের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন থমাস লুন্ড-সোরেনসেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতা বাড়াতে আলোচনা হয়।
বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তার অংশ হিসেবে ৫ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত অনুদান ঘোষণা করে ডেনমার্ক। পাশাপাশি প্রস্তুত পোশাক খাতে ‘সার্কুলার ইকোনমি’ নিয়ে নতুন কৌশলগত সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে দেশটি। রোহিঙ্গা সংকটেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয় ড্যানিশ প্রতিনিধি দল। সম্মিলিতভাবে টেকসই ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করে দুই দেশ। পরবর্তী চতুর্থ রাউন্ডের বৈঠক অনুষ্ঠিত হবে ডেনমার্কের কোপেনহেগেনে সুবিধাজনক সময়ে।
এমআর\টিএ