গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের সম্পর্কের টানাপোড়েন। মাঠে উত্তপ্ত বাক্যবিনিময় কিংবা উত্তেজনার মুহূর্ত এখনো অনেকের স্মৃতিতে টাটকা। তবে সেই দৃশ্যপটে এসেছে আমূল পরিবর্তন। গম্ভীর এখন ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ আর তার অধীনেই খেলছেন কোহলি। এই পরিবর্তনের পরও দুজনের সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ নেই।
এবার কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন গম্ভীর। এক্সে কোহলির একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "এমন এক মানুষ যার আগ্রাসন সিংহের মতো। চিক্স, তোমাকে মিস করব।" কোহলির ডাকনাম ‘চিকু’, যা প্রথম ব্যবহার করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এখনও অনেক সতীর্থ তাকে এই নামেই ডাকেন।
গম্ভীরের সঙ্গে কোহলির সম্পর্ক অতীতে ছিল উত্তপ্ত। আইপিএলে একাধিকবার প্রকাশ্যে ঝামেলায় জড়ান তারা। এমনকি গম্ভীর যখন লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন, তখনো তাদের মধ্যে মাঠে প্রকাশ্য বিবাদ হয়। সেই ঘটনায় দুজনকেই শাস্তি পেতে হয়েছিল। কিন্তু গম্ভীর কোচ হওয়ার পর থেকে দুই তারকাকে একসঙ্গে হাসিমুখে দেখা যাচ্ছে। কিছুদিন আগের একটি অনুষ্ঠানে গম্ভীর নিজেই বলেন, কোহলির সঙ্গে তার সম্পর্ক এখন অনেক ভালো।
তবে সমর্থকদের মধ্যে এখনো সংশয় রয়ে গেছে এই সম্পর্ক নিয়ে। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের পর গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন, তার দলে কোনো ‘তারকা সংস্কৃতি’ চলবে না। সবাই সমান, কাউকে আলাদা সুবিধা দেওয়া হবে না। সবাইকেই একই টিমবাসে যেতে হবে, ব্যক্তিগত রাঁধুনি নেওয়ার অনুমতি দেওয়া হবে না। এমন কড়া মনোভাব তরুণদের জায়গা করে দেওয়ার পক্ষে হলেও, অনেকে মনে করছেন এটিই হয়তো কোহলির টেস্ট থেকে অবসরের অন্যতম কারণ। যদিও এসবের মাঝেই গম্ভীর তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
কোহলির খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, "দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারের জন্য আমার বন্ধু কোহলিকে শুভেচ্ছা। তোমার একাগ্রতা ও দক্ষতা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। তুমি সত্যিই একজন কিংবদন্তি।"
কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন আরও বহু সাবেক ভারতীয় তারকা। বীরেন্দ্র শেবাগ লিখেছেন, "যে দিন তোমাকে প্রথম খেলতে দেখেছিলাম, তখনই বুঝেছিলাম তুমি বিশেষ একজন। টেস্ট ক্রিকেটে তোমার আবেগ ও পারফরম্যান্স অনন্য।" হরভজন সিং কোহলির অবসর নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। নভজ্যোৎ সিং সিধু কোহলিকে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে অভিহিত করে লিখেছেন, "তুমি বিশ্ব ক্রিকেটকে আনন্দ দিয়েছ। তোমার সমকক্ষ কেউ নেই।" ইউসুফ পাঠান লিখেছেন, "সাদা জার্সিতে তুমি যেসব স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছ, তার জন্য ধন্যবাদ। তোমার ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়।"
বাংলাদেশের মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও তাদের প্রিয় প্রতিপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন।
এসএস/টিএ