দুর্দশাগ্রস্ত বার্সেলোনাকে বদলে দিয়েছেন হ্যান্সি ফ্লিক। মাত্র দুই বছরের চুক্তিতে এসেই স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে’র শিরোপা জিতিয়ে দিয়েছেন। সেই সঙ্গে ২০১৯ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে দলটি। লা লিগা শিরোপাও এখন প্রায় নিশ্চিত। এমন দুর্দান্ত এক মৌসুমের মাঝেই আরও একটি সুখবর পেল কাতালান ক্লাব—ফ্লিক থাকছেন আরও এক বছর।
গতকাল (রোববার) রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোতে ৪-৩ গোলে জেতার পর বার্সা কর্তৃপক্ষ বসে ফ্লিকের এজেন্ট পিনি জাহাভির সঙ্গে। আলোচনা হয় বার্সেলোনা শহরের একটি রেস্টুরেন্টে। সেখানেই ফ্লিকের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সম্মত হয় দুই পক্ষ। যদিও এখনো ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বার্সা চাইছে, লা লিগা শিরোপা নিশ্চিত হওয়ার পর একটি আনুষ্ঠানিক ও জাঁকজমকপূর্ণ ঘোষণার মাধ্যমে খবরটি প্রকাশ করতে।
আগে ফ্লিকের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি ছিল। নতুন চুক্তিতে মেয়াদ বেড়ে হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে এই চুক্তিতে কোনো এক্সটেনশন ক্লজ রাখা হয়নি।
ফ্লিক এর আগেও জানিয়েছিলেন, তিনি স্বল্পমেয়াদি চুক্তিকেই প্রাধান্য দেন, যাতে ভবিষ্যতে নিজের ক্যারিয়ার পরিকল্পনার স্বাধীনতা বজায় থাকে। তাই এই চুক্তির মেয়াদ শেষে নতুন করে সিদ্ধান্ত নেবেন বার্সায় থাকা নিয়ে।