শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর বাবার কর্মস্থল সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন, কিন্তু তার বাবার নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
বাংলা সাহিত্যে সৈয়দ মুজতবা আলীর পাকাপোক্ত স্থান রম্যলেখক হিসেবে। অবশ্য এটাই তার একমাত্র পরিচয় নয়। রম্য’র বাইরেও আছে তার সাহিত্য সম্ভার। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা।
বহু ভাষাবিদ সৈয়দ মুজতবা আলী বাংলা রসরচনায় মৌলিক অবদানের জন্য অবিস্মরণীয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ ‘দেশে বিদেশে’, ‘শব্নম’, ‘ময়ূরকণ্ঠী’, ‘হিটলার’, ‘চাচা কাহিনী’, ‘ধূপছায়া’, ‘জলে ডাঙায়’, ‘মুসাফির’, ‘পঞ্চতন্ত্র’, ‘অবিশ্বাস্য’, ‘ভবঘুরে ও অন্যান্য’, ‘টুনিমেম’ ইত্যাদি।
তিনি ১৯৪৯ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃক নরসিংহদাস সাহিত্য পুরস্কারে সম্মানিত হন। এছাড়া বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পান একুশে পদক-২০০৫ (মরণোত্তর)। ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তার মৃত্যু হয়।
তার বিখ্যাত একটি উক্তি-
“জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর।”