ভারতফেরত ৭৫ বাংলাদেশির মুক্তি বিলম্ব, কোস্টগার্ডের ভূমিকা নিয়ে ক্ষোভ

২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো বাড়ি ফেরার সুযোগ হয়নি ভারত থেকে পুশইন করা ৭৫ বাংলাদেশির। সাতক্ষীরার শ্যামনগর থানা চত্বরে তাদের স্বজনরা সকাল ১০টা থেকে অপেক্ষায় থাকলেও সোমবার রাত ১০টা পর্যন্তও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্বজনরা অভিযোগ করেছেন, কোস্টগার্ডের অবহেলা ও খামখেয়ালিপনার কারণে নির্ধারিত সময়ে হস্তান্তরের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। বাহবা নেওয়ার মানসিকতায় কোস্টগার্ড সদস্যরা অসুস্থ ও দুর্বল অবস্থায় থাকা বাংলাদেশিদের অমানবিক ভোগান্তিতে ফেলেছে।

কালিয়া থানার মাদুভাষা গ্রামের লিটন মিয়ার ভাগ্নে নাজমুল হোসেন বলেন, রোববার রাতেই পুলিশ আমাদের ফোনে জানায় যে, সোমবার সকালে শ্যামনগর থানা থেকে আমাদের স্বজনদের বুঝে দেওয়া হবে। কিন্তু সকাল ১০টার দিকে হস্তান্তরের প্রস্তুতি চললেও হঠাৎ তা বন্ধ করে দেওয়া হয়। পরে জানানো হয় বিকেল ৩টায় প্রেস কনফারেন্সের পর হস্তান্তর হবে। কিন্তু রাত ১০টা পর্যন্ত কাউকে হস্তান্তর করা হয়নি। তার অসুস্থ মামাসহ অনেকেই দীর্ঘ সময় অনিশ্চয়তায় অপেক্ষা করছেন।

ভারতফেরত আবু হিলালের খালু মিজানুর রহমান বলেন, ভারতের বিএসএফ আর কোস্টগার্ড যেমন নির্যাতন করেছে, বাংলাদেশের কোস্টগার্ডও কম কিছু করেনি। একদিন ধরে শুধু বসিয়ে রেখে আমাদের স্বজনদের আরও কষ্ট দিয়েছে তারা।

ভুক্তভোগী অনিক শেখ ও আবু বক্কার বলেন, বিএসএফের লাঠির আঘাতে অনেকের পিঠ ও পাছার চামড়া উঠে গেছে। তীব্র গরমে সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে আরও ভোগান্তিতে ফেলা হয়েছে আমাদের।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির বলেন, সকাল থেকে সাংবাদিকদের অপেক্ষা করিয়ে রাখা হয়। পরে জানানো হয় বিকেল ৩টায় প্রেস কনফারেন্স হবে। রাত সাড়ে ৯টার দিকে প্রেস নোট দেওয়া হলেও কোস্টগার্ডের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, যারা স্বজনদের নিতে এসেছিলেন, তারা কোস্টগার্ডের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই ক্ষোভ ঝাড়েন এ বিষয়ে।

ঘটনার বিষয়ে জানতে কোস্টগার্ডের কর্মকর্তাদের একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি। 

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা May 13, 2025
img
জন্মদিনে ছেলের কাছে নয়, শুটিং ফ্লোরে রাত ৩টে পর্যন্ত সোনালী May 13, 2025
img
বাসার ছাদে বোমা বিস্ফোরণে সিকিউরিটি গার্ড আহত May 13, 2025
img
পররাষ্ট্র সচিবসহ ৬ জনের পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব May 13, 2025
img
রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ May 13, 2025
img
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ গ্রেফতার ৩ May 13, 2025
img
সুন্দরবনের ১০ কিমির মধ্যে নতুন কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা May 13, 2025
img
কাতারের বোয়িং ৭৪৭ মার্কিন সরকারের ইতিহাসে অন্যতম দামি উপহার হতে পারে May 13, 2025
img
সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির May 13, 2025
img
বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার May 13, 2025