যদিও দেবারা পার্ট ১ রিভিউয়ের দিক থেকে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, তবুও বক্স অফিসে ৫০০ কোটির জবরদস্ত সাফল্য ছবিটিকে এক মাস ক্যালেন্ডার ইভেন্টে রূপান্তরিত করেছে। এবার সেই সাফল্যের ওপর ভর করে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল দেবারা ২! আর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার, জুনিয়র এনটিআর-এর জন্মদিন, অর্থাৎ ২০ মে-তেই আসতে চলেছে এই সিকুয়েলের প্রথম ঘোষণা ভিডিও।
এই ঘোষণা কেবল একটি টিজার নয়, বরং এটি হতে চলেছে দেবারা ২-এর প্রচারের সূচনা। ভক্তদের জন্য জন্মদিনের বিশেষ উপহার হিসেবে আসছে এমন এক ভিডিও, যেখানে থাকতে পারে ছবির নাম নিশ্চিতকরণ, মূল ভাবনার আভাস অথবা চমকে দেওয়া কোনো দৃশ্য। সময়টা নিঃসন্দেহে কৌশলগত—ওয়ার-২ আর ড্রাগনের জনপ্রিয়তার মাঝেই ভক্তদের জন্য এ যেন বাড়তি উত্তেজনা।
পরিচালক কোরাতালা শিব ইতিমধ্যেই লিখে ফেলেছেন ছবির সম্পূর্ণ চিত্রনাট্য। প্রস্তুতির কাজ শুরু হবে ২০২৫-এর জুলাই মাস থেকে, এবং শুটিং শুরু হবে ড্রাগন ছবির কাজ শেষ হওয়ার পরপরই। সম্ভাব্য মুক্তির সময় ধরা হচ্ছে ২০২৬-এর শেষ কিংবা ২০২৭-এর শুরু।
এই মুহূর্তে জুনিয়র এনটিআর কাজ করছেন ওয়ার-২ ছবিতে, যেটি ইয়াশ রাজ ফিল্মস-এর গুপ্তচর মহাবিশ্বের গুরুত্বপূর্ণ অধ্যায়। অন্যদিকে প্রশান্ত নীল পরিচালিত ড্রাগন হতে চলেছে এক উচ্চ-ভোল্টেজ অ্যাকশন ছবি। আর ঠিক এর পরেই লাইনে রয়েছে দেবারা ২, যা আগের তুলনায় আরও গাঢ়, আরও গভীর এবং অনেক বড় পরিসরের হতে চলেছে।
দেবারা ২ শুধুমাত্র একটি সিকুয়েল নয়—এটা এক বীরত্বগাথার পরবর্তী অধ্যায়, যেখানে জুনিয়র এনটিআর-এর মাসি ইমেজ এবং সর্বভারতীয় গল্প বলার দাপট ফিরবে আরও বিস্ফোরক রূপে। আর সেই ঐতিহাসিক যাত্রার সূচনা হতে চলেছে ২০ মে—এক বীরের জন্মদিনে, যেখানে অপেক্ষা করছে দেবারা ঝড়ের প্রথম ঝলক।
এফপি