অন্তঃসত্ত্বা অবস্থায়ও ঠিকই সিনেমার শুটিং চালিয়ে গেছেন বলিউডের যে টপ নায়িকারা

শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গ্যাল গ্যা়ডট, জেমি ডরন্যান অভিনীত ‘হার্ট অফ স্টোন’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন বলি অভিনেত্রী আলিয়া ভাটও। এটি আলিয়ার অভিনয়জীবনের প্রথম হলিউড ছবি। তাঁর ক্যারিয়ারের নতুন মাইলফলক।  

তবে‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া। এই খবর ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর জীবনযাপন নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে ছবির শুটিং শেষ করেই মুম্বই ফিরেছিলেন তিনি।

শুধু ‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিংই নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের ছবির প্রচারও চুটিয়ে করেছিলেন আলিয়া। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম পর্ব। আলিয়ার বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর।

অন্তঃসত্ত্বা অবস্থায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটির প্রচার করেছিলেন আলিয়া। ছবি সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করার পর সাময়িক বিরতি নিয়েছিলেন অভিনেত্রী।

শুধুমাত্র আলিয়া নন, বলিপাড়ায় এমন বহু অভিনেত্রী রয়েছেন যাঁরা অন্তঃসত্ত্বা অবস্থায় ছবির শুটিং চালিয়ে গিয়েছেন। এই তালিকায় রয়েছেন শ্রীদেবী, করিনা কপূর খান, কাজলের মতো বলি নায়িকারা। 

দুই পুত্রসন্তানের মা হয়েও করিনা যে ভাবে তাঁর শরীরী গঠন বজায় রেখেছেন, তা বলিপাড়ার অন্যতম আলোচ্য বিষয়। করিনাও যে অন্তঃসত্ত্বা অবস্থায় ছবির শুটিং করেছেন তা জানেন কি?

২০২২ সালের ১১ অগস্ট অদ্বৈত চন্দনের পরিচালনায় মুক্তি পায় ‘লাল সিংহ চড্ডা’ ছবিটি। আমির খানের বিপরীতে অভিনয় করতে দেখা যায় কারিনাকে।

‘লাল সিংহ চড্ডা’ ছবির শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন কারিনা। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্রসন্তান জেহাঙ্গির আলি খানের জন্ম দেন তিনি। কিন্তু তার আগে অন্তঃসত্ত্বা অবস্থায় ছবির কাজ শেষ করেছিলেন অভিনেত্রী।

শুটিংয়ের সময় করিনার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছিল। বলিপাড়া সূত্রে খবর, ছবি প্রযোজনার শেষ পর্যায়ে (পোস্ট প্রোডাকশন) ভিএফএক্স-এর মাধ্যমে করিনার স্ফীতোদর সরিয়ে দেওয়া হয়।

শুধু ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে অভিনয়ই নয়, ফ্যাশন শোয়ের র‌্যাম্পেও অন্তঃসত্ত্বা অবস্থায় হেঁটেছিলেন করিনা।

২০০৩ সালে সুজয় ঘোষের পরিচালনায় মুক্তি পায় তারকাখচিত ছবি ‘ঝঙ্কার বিট্‌স’। রাহুল বসু, সঞ্জয় সুরি, জুহি চাওলার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন রিয়া সেন, পরমীত শেট্টি, বিজয়েন্দ্র ঘটগের মতো তারকারা।

বলিপাড়া সূত্রে খবর, ‘ঝঙ্কার বিট্‌স’-এর শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন জুহি। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় সাত মাস কাটিয়েও ফেলেছিলেন তিনি। ছবির শুটিংয়ের কাজ শেষ হওয়ার দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

অন্তঃসত্ত্বা অবস্থায় ‘ঝঙ্কার বিট্‌স’ ছবির আগেও কাজ করেছিলেন জুহি। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, জুহি যখন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন তখন তিনি ‘এক রিশতা’ এবং ‘আমদানি অঠ্ঠানি খরচা রুপাইয়া’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

১৯৯৭ সালে রাজ কানওয়ারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জুদাই’ ছবিটি। শ্রীদেবীর পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন অনিল কপূর এবং ঊর্মিলা মাতন্ডকর। কিন্তু এই ছবির শুটিং চলাকালীন বলিপাড়ার ছবি নির্মাতাদের চমকে দিয়েছিলেন শ্রীদেবী।

১৫ বছর বলিপাড়া থেকে বিরতি নিয়েছিলেন শ্রীদেবী। ২০১২ সালে বলি পরিচালক গৌরী শিণ্ডের হাত ধরে ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে আবার ফিরে এসেছিলেন শ্রীদেবী।

কাজল যখন দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হন, তখন তিনি কারাণ জোহারের প্রযোজনায় ‘উই আর ফ্যামিলি’ ছবির শুটিং করছিলেন। অন্তঃসত্ত্বা ছিলেন বলে ওই ছবির একটি নাচের দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন না কাজল।

কিন্তু কারানের অনুরোধে কাজলের জন্য কিছু সহজ নাচের স্টেপ বেছে নেওয়া হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় ‘উই আর ফ্যামিলি’ ছবির শুটিং শেষ করেন কাজল।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘শোলে’ ছবির শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন জয়া বচ্চন। তিনি নাকি শাড়ির আঁচল দিয়ে তাঁর স্ফীতোদর ঢেকে রেখেছিলেন। ছবির শুটিং শেষ হওয়ার পর শ্বেতা বচ্চনের জন্ম দেন জয়া।

এসএন 


Share this news on:

সর্বশেষ

img
চাঁদা না দেওয়ায় রাজধানীর গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি May 13, 2025
img
পুতিন-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ May 13, 2025
img
মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 13, 2025
img
প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিলো আরব আমিরাত! May 13, 2025
img
পাল্টা অর্থ দাবি পিএসজির, উয়েফার কাছে নালিশ দিলেন এমবাপ্পে May 13, 2025
img
শেখ হাসিনার বিষয়ে নাক গলাবো না: রাহুল গান্ধী May 13, 2025
img
আনচেলত্তির হাত ধরেই হেক্সা মিশন সফল করবে ব্রাজিল, বিশ্বাস রিভালদোর May 13, 2025
img
‘কোথাও কেউ নাই’—বলা সম্রাটের পাশে জেলা প্রশাসক May 13, 2025
গরমে বিসিএল আয়োজন নিয়ে চিন্তিত বিসিবি May 13, 2025
img
টাঙ্গাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মিছিলে পুলিশের বাধা May 13, 2025