কেরলের কোল্লুর সওপর্ণিকা নদীতে মঙ্গলবার দুপুরে শুটিংয়ের লাঞ্চ ব্রেকের সময় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর শুটিং ইউনিটের এক জুনিয়র আর্টিস্ট, কপিল, নদীতে স্নান করতে নেমে প্রবল স্রোতে তলিয়ে যান। দীর্ঘ তল্লাশির পরে সন্ধ্যায় তাঁর নিথর দেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী। এই ঘটনায় ইতিমধ্যে কোল্লুর থানায় মামলা রেজিস্টার হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
এটি শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডিই নয়, বরং কান্তারা: চ্যাপ্টার ১ প্রজেক্টের উপর যেন ফের নেমে এল আরেকটি অশুভ ছায়া। কারণ এর আগেও একাধিকবার বিপর্যয়ের মুখে পড়েছে ছবির নির্মাণ কাজ। কখনও জুনিয়র আর্টিস্টদের বহনকারী বাস উল্টে গেছে, কখনও বিশাল সেট ঝড় ও বৃষ্টিতে ধ্বংস হয়ে গিয়েছে, আবার বন দফতর থেকে অভিযুক্ত হতে হয়েছে পরিবেশের ভারসাম্য নষ্ট করার অভিযোগে। একের পর এক ঘটনায় স্থানীয় মহলে প্রশ্ন উঠছে—এই প্রজেক্ট কি অভিশপ্ত?
সিনেমাটির মূল ভাবনার সঙ্গে প্রকৃতির কোনো রকম 'অসন্তোষ' জুড়ে যাচ্ছে কিনা, তা নিয়েও চলছে জল্পনা। কান্তারার গল্প যেখানে দেবতা, ভক্তি ও প্রাচীন সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেখানে প্রকৃতির প্রতিক্রিয়া নিয়ে একটা অতিপ্রাকৃত উত্তেজনাও তৈরি হচ্ছে ভক্তমহলে।
‘কান্তারা: চ্যাপ্টার ১’ হল ২০২২ সালের সুপারহিট ‘কান্তারা’-র একটি প্রিক্যুয়েল, যেখানে মুখ্য চরিত্র শিব-এর অতীত, দেবতা-ভক্তির সূচনা ও সংস্কারের গোড়ার দিক তুলে ধরা হচ্ছে। পরিচালনায় এবং মুখ্য ভূমিকায় রয়েছেন ঋষভ শেট্টি। ছবির মুক্তির লক্ষ্যমাত্রা ২০২৫-এর ২ অক্টোবর হলেও, কপিলের মৃত্যুর পর আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে।
একটি প্রাণহানির ঘটনায় থেমে গিয়েছে শুধু ক্যামেরা নয়, থমকে গিয়েছে গোটা ইউনিটের মন। প্রোডাকশনের ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে শুটিংয়ের নিরাপত্তা, যত্ন এবং আধ্যাত্মিক সংবেদনশীলতা। কান্তারা: চ্যাপ্টার ১ যেন বাস্তবেও এক কঠিন পরীক্ষা হয়ে উঠেছে প্রাকৃতিক ও মানসিকভাবে।
এফপি