ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে গোলাপি বলের ব্যবহার হচ্ছে কয়েক বছর ধরে, যদিও সব দেশে বিষয়টি এখনও প্রচলিত নয়। গেল মার্চে বাংলাদেশেও প্রথমবার গোলাপি বলে দিবারাত্রির টেস্ট আয়োজনের কথা ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসন্ন আসর গোলাপি বলে আয়োজনের পরিকল্পনার কথা শুরুতে ভেবেছিল বিসিবি। তবে সেখান থেকে আবার সরেও এসেছে তারা। তবে এবার শঙ্কা জেগেছে বিসিএল সঠিক সময়ে আয়োজন করা নিয়ে। শুরুতে চলতি মে মাসে মাঠে গড়ানোর কথা ছিল। যদিও নিউজিল্যান্ড এ দল এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল বাংলাদেশে থাকায় সেটি পিছিয়েছে।
বর্তমান তারিখ অনুযায়ী আগামী ১৫ জুন মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে তীব্র গরমের কারণে সেটি না হওয়ার শঙ্কা জেগেছে। বিসিবি ক্রিকেটারদের সুস্থতার কথা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তবে বিসিএল পিছিয়ে গেলেও বাতিল হবে না নিশ্চিত করে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলছিলেন, ‘যে আবহাওয়া পরিস্থিতি, তাতে অনেক গরম। একটু চিন্তিত তার জন্য। মে তে শুরু হওয়ার কথা ছিল সেটি পিঁছিয়েছে দুটি সিরিজ চলায়। ক্রিকেটাদের কথা চিন্তা করতে হচ্ছে গরমের কারণে। এরকম গরম যদি হয় তাহলে তো ক্রিকেটাররা রিস্কে থাকবে। সুতরাং পেছাতে পারে তবে বাতিল হবে না।’
তীব্র গরমে ক্রিকেট খেলতে গিয়ে চলতি বছরেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে দেশের ক্রিকেটারদের। ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছিলেন তামিম ইকবাল। আবার ম্যাচ চলাকালে আম্পায়ার গাজী সোহেলের হিট স্ট্রোকের ঘটনাও নাড়িয়ে দিয়েছিল দেশের ক্রিকেটকে।
আরআর/এসএন