আনুশকার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন করণ জোহর!

সাত বছর কেটে গেছে, তবু বড় পর্দায় দেখা মেলেনি আনুশকা শর্মার। তবুও ভক্তদের ভালোবাসায় তার অবস্থান অটুট। কখনও স্বামী বিরাট কোহলির সঙ্গে পারিবারিক মুহূর্তে, কখনও কোনও অনুষ্ঠান বা পুরনো বিতর্ক ঘিরে, সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী।

বলিউডে আনুশকা বর্তমানে যখন কেবলই অতীতের মধুর স্মৃতিচারণ তখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে করণ জোহরের সেই পুরনো স্বীকারোক্তি, যেখানে তিনি স্বীকার করেছিলেন— ‘আমি সত্যিই আনুশকা শর্মার ক্যারিয়ারটা শেষ করে দিতে চেয়েছিলাম।’

ঘটনাটি ঘটে ২০১৬ সালে। মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে করণ জোহরের মুখে শোনা যায়, তিনি আদিত্য চোপড়াকে আনুশকাকে ‘রব নে বনা দি জোড়ি’-তে সাক্ষর না করানোর পরামর্শ দিয়েছিলেন, কারণ তিনি নাকি আনুশকার ছবি দেখে মুগ্ধ হননি!

এই চমকপ্রদ স্বীকারোক্তি, যা আনুশকার সামনেই করা হয়েছিল ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবির প্রোমোশনের সময়। ফলে নতুন করে বিতর্কের জন্ম দেয়- বলিউডে নেপোটিজম আর বহিরাগতদের স্ট্রাগল নিয়ে।

তবে সব বাধা পেরিয়ে আজও বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা। ‘এনএইচ টেন’, ‘পিকে’, ‘সুলতান’, ‘দিল ধড়কনে দো’, ‘সুই ধাগা’, ‘সঞ্জু’—র মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে, বর্তমানে আনুশকার সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৫৫ কোটি টাকা, যা তাকে দেশের অন্যতম ধনী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে তুলে দিয়েছে।

২০১৮ সালে ‘জিরো’ ছবির পর আনুশকা বড় পর্দা থেকে দূরে রয়েছেন। যদিও ২০২২ সালে ঘোষণা হয়েছিল তার কামব্যাক ছবি হতে চলেছে ‘চাকদা এক্সপ্রেস’। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক।

তবে সাম্প্রতিক সময়ে জানা যাচ্ছে, ছবিটির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে, যা ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ করেছে। তবুও এই দীর্ঘ বিরতির পরেও আনুশকা আজও ট্রেন্ডিং, প্রাসঙ্গিক ভক্তদের হৃদয়ে।

অভিনেত্রী প্রমাণ করে দিয়েছেন— বহিরাগত হয়েও বলিউডে শীর্ষে পৌঁছানো যায়, যদি তিনি হন আনুশকা শর্মার মতো দুর্দান্ত!

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা May 14, 2025
img
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর May 14, 2025
img
এখন দেশে সবুজ কারখানার সংখ্যা ২৪৩টি May 14, 2025
img
লক্ষ্মীপুরে মাদরাসায় মিলল ছাত্রের মরদেহ, পরিবারের অভিযোগ হত্যা May 14, 2025
img
ডিএনসিসির অভিযানে রিকশা ভাঙার ক্ষতিপূরণ দেবেন প্রশাসক May 14, 2025
img
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক তৌফিক আলম May 14, 2025
img
পররাষ্ট্র সচিব পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের May 14, 2025
img
পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে ক্রেতাদের দেওয়ার চেষ্টা করব : রিজওয়ানা হাসান May 14, 2025
মমতাজের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল May 13, 2025
আওয়ামী লীগের সঙ্গে নেতা–কর্মীরাও নিষেধাজ্ঞার আওতায় | টাইমস ফ্ল্যাশ | ১৩ মে, ২০২৫ May 13, 2025