আওয়ামী লীগের নিবন্ধন চিরতরে নিষিদ্ধ করা ও আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই হত্যার বিচার প্রলম্বিত না করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম প্লাটফর্ম জুলাই ঐক্য।
মঙ্গলবার (১৩) দুপুরে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগী সকল রাজনৈতিক দলকেও নিষিদ্ধের দাবির পাশাপাশি দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়ার আহবানও জানান তারা।
গণমাধ্যম ও সাংস্কৃতিক জগতে ফ্যাসিস্টমুক্ত করা, বিডিআর, শাপলাচত্ত্বরসহ সকল গণহত্যার বিচার নিশ্চিত করা, শেয়ার বাজার, হলমার্ক, পদ্মাসেতুসহ সকল দুর্নীতির বিচার করা ও সচিবালয়ের ভেতরে থাকা ফ্যাসিস্টের দোসরদের আইনের আওতায় আনার দাবিও জানায় জুলাই ঐক্য। এসব দাবি নিয়ে অবহেলা করা হলে প্রয়োজনে আবার রাজপথে নামার হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা।
টিকে/এসএন