নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নিষিদ্ধ ঘোষিত সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাতে নাটোর শহরের ফুলবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থানা পুলিশের একটি দল ফুলবাগান এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করে। পরে তাকে নাটোর থানায় দায়েরকৃত নিয়মিত মামলার আসামি হিসেবে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
ইশতিয়াক আহমেদ ডলার নাটোর জজ কোটের একজন আইনজীবী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
এসএস/টিএ