টাঙ্গাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মিছিলে পুলিশের বাধা

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে কাশিল ইউনিয়ন বিএনপির ব্যানারে বাসাইল ছাতা মসজিদ এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এর আগে মিছিলটি বাসাইল বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ বাধা দেয়, ফলে নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কাশিল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি টাকার বিনিময়ে গঠিত একটি 'পকেট কমিটি'। তারা দাবি করেন, নতুন কমিটির আহ্বায়ক রমজান মিয়া পূর্বে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন, অথচ দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানান এবং তা না হলে ইউনিয়নে কোনো কার্যক্রম করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, যারা কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা বিএনপির কেউ নন এবং তারা বহিষ্কৃত। তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিতদের দিয়েই কাশিল ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সভা-সমাবেশের অনুমতি না নিয়ে তারা অনুষ্ঠান করতে আসছিলেন। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তাদের বাধা দিয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে রমজান মিয়াকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে কাশিল ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় উপজেলা বিএনপি।


এসএস/টিএ

Share this news on: