লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরের ভেতরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার গলা ও নাক থেকে স্বর্ণালংকার লুটে নেয়া হয়।
মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তবে কারা, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে- তা কেউ নিশ্চিতভাবে জানাতে পারেনি।
নিহত তাজিয়া ওই বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান আজান দিলে মসজিদে এশার নামাজ পড়তে যায়। এ সময় ঘরে তার স্ত্রী তাজিয়া একা ছিলেন।
সেই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে তাকে গলাকেটে হত্যা করে। নামাজ শেষে মসজিদ থেকে মান্নান এসে দেখেন রান্না ঘরে স্ত্রীর নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
তাজিয়া বেগমের ভাগিনা এনামুল চৌধুরী পাবেল কান্নাজড়িত কণ্ঠে বলেন, কে বা কারা আমার ফুফুকে জবাই করে হত্যা করেছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে এমনটি হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি।
তবে তার গলা ও নাকের স্বর্ণ লুট করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনার সময় ওই নারী ঘরে রান্না করছিলেন। এ সময় ধারালো বটি দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। কে বা কারা, কী কারণে ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরএ