ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা না চাইলে মেনে নেবে যুক্তরাষ্ট্র
মোজো ডেস্ক 11:44AM, May 14, 2025
পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপের সময় তারা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস বা ‘জঙ্গিগোষ্ঠীগুলোকে সমর্থন’ বন্ধ করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা—সে বিষয়ে কিছু প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস টমি পিগোট এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনা নিয়ে কিছু বলব না। তবে আমরা বারবার বলেছি, ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে আমরা স্বাগত জানাই। আমরা দুই দেশের প্রধানমন্ত্রীর শান্তির পথ বেছে নেওয়ার সিদ্ধান্তকে প্রশংসা করি।’
মধ্যস্থতা ও যোগাযোগ রাখার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন বলেন, ‘আমরা চাই, উভয় দেশ সরাসরি যোগাযোগ বজায় রাখুক। এই বিষয়ে আমরা আগে থেকেই স্পষ্ট ছিলাম, এখনও তাই আছি। ভারত যদি তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না, সেটি তাদের সিদ্ধান্ত। আমরা ভবিষ্যৎ আলোচনায় কী হবে তা নিয়ে পূর্বানুমান করছি না।’
সম্প্রতি পাকিস্তানে পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয়তা ছড়ানোর যে কথা ছড়িয়েছে সেই প্রসঙ্গেও প্রশ্ন করা হয় পিগোটকে। জবাবে তিনি সাফ জানিয়ে দেন, ‘এই বিষয়ে আপাতত আমাদের কিছু জানানোর নেই।’