ঢাবি শিক্ষার্থী সাম্যর ময়নাতদন্ত সম্পন্ন, দাফন করা হবে সিরাজগঞ্জে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম আলম সাম্যর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত শেষ হয়। এরপর তার মরদেহ ঢাবি এলাকায় নিয়ে যাওয়া হয়।

এর আগে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম। তিনি উল্লেখ করেন, সাম্যর ডান পায়ের রানের পেছনের অংশে কাটা জখম রয়েছে। এ ছাড়া পিঠের মাঝ বরাবর লালচে দাগ রয়েছে।

মর্গে সাম্যর বাবা মো. ফখরুল আলম বলেন, ‘গত পরশু ছেলের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। তখনও সে আমাকে বলল, বাবা তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। এরপর কাল রাতেই আমার ছেলের মৃত্যুর খবর এলো।’

তিনি বলেন, ‘আমার ছেলে খুবই ঠান্ডা স্বভাবের ছিল। কারো সঙ্গে কোনো ঝামেলায় জড়াত না। বিগত আওয়ামী লীগ শাসনামলে সে হলেও থাকতে পারেনি; ওর বড় ভাই ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিল বলে। ৫ আগস্টের পর সে হলে সিট পেয়েছে। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সামনে শুধু বাইকে ধাক্কা লাগার মতো তুচ্ছ কারণে এমন ঘটনা ঘটায়নি তারা। ওকে মেরে ফেলার জন্য পরিকল্পিতভাবেই এটি করেছে। আমি আমার ছেলে হত্যার সর্বোচ্চ বিচার চাই। ভবিষ্যতে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।’

স্বজন ও সহপাঠীরা জানান, ময়নাতদন্ত শেষে সাম্যর মরদেহ ঢাবিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রতিবাদ সমাবেশ শেষে কেন্দ্রীয় মসজিদের পাশে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে সাম্যকে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সাম্য হত্যা: বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় May 14, 2025
img
ভারতের হামলায় ১৩ পাক -সৈন্য নিহত : আইএসপিআর May 14, 2025
img
বিশ্বনেতাদের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতার প্রস্তাব পোপ লিও’র May 14, 2025
img
দোহায় ট্রাম্প ও কাতারের আমিরের সাথে দেখা করবেন মুকেশ আম্বানি May 14, 2025
img
চাকুরিচ্যুত সেনাসদস্যদের ধৈর্য ধরার আহ্বান,আইএসপিআর এর বিবৃতি May 14, 2025
img
মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট May 14, 2025
img
ফার্স্টলুকে নেই মিশু! ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ নিয়ে জল্পনা তুঙ্গে May 14, 2025
img
কন্নড় গান বিতর্কে সোনু নিগম,কর্নাটক হাই কোর্টে আইনি লড়াই May 14, 2025
img
হতাশাজনক মৌসুম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করল ম্যানইউ May 14, 2025
img
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ May 14, 2025