নার্সিং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ : ময়মনসিংহে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ

ঢাকায় আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ময়মনসিংহে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থীরা। কর্মসূচিতে মোমবাতি প্রজ্বালন, অবস্থান ও বিক্ষোভ মিছিল করেন তারা।

বুধবার (১৪ মে) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরীর চরপাড়া এলাকায় নার্সিং কলেজের সামনে সড়কে এ কর্মসূচি চলে।

প্রতিবাদকারীরা এ সময় স্লোগানে স্লোগানে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লুৎফুর ইসলাম শিবলু, জেলা শাখার সভাপতি সাকিব সিফাত, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সোহান, দপ্তর সম্পাদক তানভীর ইসলাম তামিম এবং নার্সিং কলেজের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জ্যোতি ও বর্ণা প্রমুখ।


এসএস

Share this news on: