বোলোনিয়ার ৫১ বছরের অপেক্ষার অবসান: এসি মিলানকে হারিয়ে শিরোপা জয়
মোজো ডেস্ক 04:47AM, May 15, 2025
সেমি-ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মিলানকে হারিয়ে ফাইনালে ওঠা এসি মিলান শিরোপার লড়াইয়ে নিজেদের সেরাটা দেখাতে ব্যর্থ হয়েছে। ইতিহাস গড়ে ইতালিয়ান কাপের ফাইনালে তাদের ১-০ গোলে হারিয়ে ৫১ বছরের শিরোপা খরা কাটিয়েছে বোলোনিয়া।
বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সুইস ফরোয়ার্ড দান এনদোয়ের একমাত্র গোলে জয় পায় বোলোনিয়া। ১৯৭৩-৭৪ মৌসুমে সর্বশেষ ইতালিয়ান কাপ জিতেছিল ক্লাবটি। এরপর এই শিরোপাই তাদের জন্য অধরা হয়ে ছিল এতদিন।
প্রথমার্ধজুড়ে বোলোনিয়া বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোল আসেনি। তবে বিরতির পর ৫৩তম মিনিটে ম্যাচের পার্থক্য গড়ে দেন এনদোয়ে। ডি-বক্সে সতীর্থের পাস ধরে জায়গা বানিয়ে দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
গোল হজম করার পর এসি মিলান ফিরতে পারেনি ম্যাচে। পুরো সময়জুড়ে তাদের খেলায় ঘাটতি ছিল আগ্রাসী মনোভাব ও গোলের সুযোগ তৈরির। শেষ বাঁশি বাজতেই বোলোনিয়ার খেলোয়াড়, কোচ এবং সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন—দীর্ঘ প্রতীক্ষার অবসান যে হয়েছে অবশেষে।
চলতি সেরি আ মৌসুমে এসি মিলানের সময়টাও ভালো যাচ্ছে না। দুই রাউন্ড বাকি থাকতে তারা রয়েছে অষ্টম স্থানে, ৬০ পয়েন্ট নিয়ে। এক পয়েন্ট এগিয়ে সপ্তম স্থানে বোলোনিয়া। ফলে এই শিরোপা জিতে ইউরোপা লিগে খেলার বড় সুযোগ ছিল মিলানের সামনে। তা হাতছাড়া হওয়ায় ইউরোপীয় আসরে জায়গা পেতে হলে এখন বাকি দুই ম্যাচে তাদের জন্য দরকার কিছু অলৌকিক সাফল্য।