আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান—গতকাল বিকেলে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বড় খবর ছিল এটি। দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে।
যদিও একই সময়ে বাংলাদেশের সিরিজ থাকায় বিসিবি থেকে এনওসি বা ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। গতকাল বিসিবির তরফে জানা গিয়েছিল, এখনো মুস্তাফিজের বিষয়ে তারা কিছু জানেন না। অনাপত্তিপত্রের জন্যও আবেদন করেননি।
তবে এরই মধ্যে খবর, আইপিএলে খেলার জন্য বিসিবির অনুমতি চেয়েছেন মুস্তাফিজ। গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এখন তার খেলার বিষয়ে সিদ্ধান্ত পুরোটাই বিসিবির ওপর। ধারণা করা হচ্ছে, আরব আমিরাত থেকেই আইপিএলে যোগ দিতে পারেন ফিজ। খুব সম্ভবত আজই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
আগামী ১৭ ও ১৯ মে শারজাহতে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তান সিরিজ খেলতে দেশটিতে যাওয়ার কথা থাকলেও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ধারণা করা হচ্ছে, আমিরাত সিরিজ খেলেই ভারতের বিমান ধরতে পারেন মুস্তাফিজ। অবশ্য বিসিবি মনে করলে আগেও ছাড়পত্র দিতে পারে। যেহেতু পেস ইউনিটে বিকল্প অপশন থাকছে।
ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই যার যার দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে। এর আগেও দুই আসরে দিল্লির হয়ে খেলেছেন ফিজ। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
অনাপত্তিপত্র পেলেও আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ। গ্রুপপর্বে দিল্লি ক্যাপিটালসের ম্যাচই বাকি তিনটি। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে আছে। লিগ পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে।
অবশ্য প্লে-অফে উঠতে পারলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে।
আরএম/টিএ