টেস্ট ছাড়ার পরও কমছে না রোহিত-কোহলির বেতন

রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও তাদের বার্ষিক বেতন কমছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের আগের মতোই ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রেখেছে। বোর্ডের এই চুক্তি অনুযায়ী তারা প্রত্যেকে বছরে ৭ কোটি টাকা করে পাবেন।

বোর্ডের সচিব দেবজিত শইকিয়া এএনআইকে বলেন, ‘রোহিত ও কোহলির সঙ্গে আগেই যে বার্ষিক চুক্তি হয়েছে, সেটাই বহাল থাকবে। তারা ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ এবং আগের মতোই সব সুযোগ-সুবিধা পেয়ে যাবেন।’

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে এই দুই তারকা ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নেন। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তারা টি-টোয়েন্টি থেকেও অবসর নেন। অর্থাৎ এখন কেবল ওয়ানডে ফরম্যাটেই ভারতের হয়ে খেলবেন তারা।

কোহলি তার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ১২৩টি ম্যাচ, রান ৯,২৩০। রোহিত খেলেছেন ৬৭টি টেস্টে, রান ৪,৩০১। অবসর নিয়েও বোর্ডের প্রতি তাদের গুরুত্ব ও সম্মান একই থাকছে, যার প্রতিফলন মিলছে চুক্তি নবায়নের সিদ্ধান্তে।

টিকে/এসএন

Share this news on: