শিবিরের নামে ভুয়া আইডি খুলে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।বৃহস্পতিবার (১৫ মে) ফেসবুকে করা এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পোস্টে সিবগাতুল্লাহ লিখেন, একটি গ্রুপ থেকে কিছু সাংগঠনিক নামে আইডি খুলে এক গ্রুপের হয়ে অন্যদের গালাগাল করছে। কিছু ফেসবুক পেজও চালায় তারা। এসব আইডি এবং পেজ থেকে অন্যদের অকথ্য ভাষায় গালাগাল করতে দেখা যাচ্ছে।
তিনি লিখেন, এতদিন শেখ হাসিনাকে নিয়ে লিখলে যেভাবে গালাগাল করত, এখন সেই অশ্রাব্য ভাষায় অন্যদের গালাগাল করছে। এদের থেকে সতর্ক থাকা জরুরি। চক্রান্তকারীরা শেষ হয়ে যায়নি। তবে আমাদের এটাও মনে রাখতে হবে- তাদের চক্রান্ত অত্যন্ত দুর্বল।
এই শিবির নেতা আরও লিখেন, এই আইডিগুলো শনাক্ত করে রাখুন। বিশেষ করে যারা আমাদের সংগঠনের মুখোশ পরে অন্যদের গালাগাল করছে, তাদের শনাক্ত করে তথ্যগুলো আমাদের দিন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ওই পোস্টের কমেন্টে সিবগাতুল্লাহ লিখেন, আমার নামেও একটা আইডি খুলেছে। আমার ফ্রেন্ডলিস্টের অনেক মানুষকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছে।
এমআর