লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ইব্রাহিম ও ইকবাল হোসেন। এর মধ্যে ইব্রাহিম রামগতি উপজেলা কৃষকলীগের সভাপতি।তিনি চরবাদাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ইকবাল রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রামগতি উপজেলা কৃষকলীগের সভাপতি ইব্রাহিমকে উপজেলার জমিদারহাট বাজার থেকে আটক করা হয়।
অপরদিকে রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেনকে আলেকজান্ডার বাজার থেকে আটক করা হয়। দুজনই নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দায়িত্বশীল পদে আছেন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) তাদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এমআর