যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৫’ এর জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৬ই মে), সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ, মোহাম্মদপুর, ঢাকায় শুরু হয়েছে টুর্নামেন্টটি ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি। সভাপতিত্ব করেন মোঃ মোস্তফা জামান, পরিচালক (যুগ্মসচিব), ক্রীড়া পরিদপ্তর। আরও উপস্থিত ছিলেন মোঃ আজিম হোসেন, সহকারী পরিচালক, ক্রীড়া পরিদপ্তর।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ও বরিশাল বিভাগ। একইদিনে সিলেট বিভাগের মোকাবিলা করে খুলনা বিভাগ। ১৭ মে, টুর্নামেন্টের দ্বিতীয় দিনে সকাল ৯:০০টায় ময়মনসিংহ বনাম রাজশাহী এবং বিকাল ৩:৩০টায় রংপুর বনাম চট্টগ্রাম বিভাগের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।
১৮ মে, দুপুর ২:০০টায় প্রথম সেমিফাইনাল এবং ৩:৩০টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ মে মঙ্গলবার বিকাল ৪:০০টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ মাহবুব-উল-আলম, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
টিএ/