চলতি মৌসুমে ইতোমধ্যে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে ইন্টার মায়ামি। এর মধ্যে মাঠের পারফরম্যান্সও সন্তোষজনক নয়। এমতাবস্থায় মেজাজ হারালেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। উত্তেজনায় রেফারি ও প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বারবার ঝামেলায় জড়ান তিনি। এমনকি ম্যাচ শেষে লাল কার্ডও দেখতে পারতেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে সেই বিপদ থেকে তাকে রক্ষা করেন প্রতিপক্ষ কোচ ব্রুস অ্যারেনা।
ঘটনাটি ঘটে মেজর লিগ সকারের (এমএলএস) এক উত্তেজনাপূর্ণ ম্যাচে, যেখানে ইন্টার মায়ামি মুখোমুখি হয় সান হোজে আর্থকোয়েকসের। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। তবে ফলাফল নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসির আচরণ।
ম্যাচের যোগ করা সময়ে সান হোজের বক্সের সামনে ফাউলের শিকার হন মেসি, কিন্তু রেফারি তা আমলে নেননি। এতে ক্ষুব্ধ হয়ে রেফারির সঙ্গে উচ্চস্বরে তর্কে জড়ান মেসি। খেলা শেষের পরও সেই ক্ষোভ বজায় রাখেন তিনি। একপর্যায়ে হলুদ কার্ডও দেখতে হয় তাকে।
ম্যাচ শেষে করমর্দনের সময়ও মেসিকে রাগান্বিত দেখা যায়। রেফারি ও তার সহকারীদের উদ্দেশে বারবার ক্ষিপ্ত ভঙ্গিতে কথা বলেন তিনি। এ সময় রেফারি তাকে সোজাসাপটা বলেন, “এখনই এখান থেকে চলে যান।” ঠিক তখনই দৃশ্যপটে আসেন সান হোজের কোচ ব্রুস অ্যারেনা। তিনি দ্রুত মেসিকে সেখান থেকে সরিয়ে নেন।
ম্যাচ শেষে এই কোচ বলেন,
“নিশ্চিতভাবেই সে (মেসি) খুবই ক্ষুব্ধ ছিল। আমি চেষ্টা করেছি তাকে যেন লাল কার্ড না দেখতে হয়। এমন এক ম্যাচের শেষে সেটা হত খুবই দুঃখজনক। আমি কেবল নিশ্চিত করতে চেয়েছি, সে যেন কোনো ঝামেলা ছাড়া সেখান থেকে বেরিয়ে আসতে পারে এবং পরের ম্যাচে খেলতে পারে।”
সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইন্টার মায়ামির জন্য। শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। মেসিও কিছুটা ছন্দহীন, যদিও ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে তাদের অবস্থান পাঁচ নম্বরে, ১২ ম্যাচে সংগ্রহ ২২ পয়েন্ট।
টিকে/টিএ