কান চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র শিল্পের অন্যতম বৃহত্তম প্রদর্শনী, এবারের আসরে ভারতীয় তারকারা তাদের আলাদা উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন। এই উৎসবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন উর্বশী রাউতেলা, যার বাহারি সাজে সবার চোখ পড়েছে।
এছাড়া, 'লাপাতা লেডিস' ছবির ফুলকুমারী নীতাংশী গোয়েলও তার হেয়ার স্টাইলিং দিয়ে চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়িকাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, যেমন মধুবালা, বৈজয়ন্তীবালা, ওয়াহিদা রহমান, রেখা ও শ্রীদেবী।
নতুন প্রজন্মের পাশাপাশি কান-এর কার্পেটে এবার হাজির সত্তরের অনুপম খেরও। পরনে কালো কোর্ট-প্যান্ট-বো। লাল গালিচায় দাঁড়িয়ে পশ্চিমী বিনোদুনিয়ার ফটোশিকারিদের উদ্দেশে হাত নেড়ে, চুমু ছুড়ে অভিবাদন জানালেন বলিউডের এই প্রবীণ অভিনেতা।
‘তানভি দ্য গ্রেট’ ছবিটির স্ক্রিনিংয়ের সুবাদেই কান চলচ্চিত্র উৎসবে ডেবিউয়ের সুযোগ পেলেন অনুপম।
শুধু তাই নয়, কান-এর রেড কার্পেটে হেঁটে নিজের শিকড়ের জয়গানও গাইলেন।
ইনস্টাগ্রামে প্রবীণ অভিনেতার শেয়ার করা ভিডিওতে দেখা গেল তিনি আইকনিক প্রেক্ষাগৃহ ‘টু প্রসিকিউটর’-এর গর্ভগৃহে দাঁড়িয়ে রয়েছেন। সেখান থেকেই তিনি বললেন, ‘আমি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছি। আর এই কথাটা সবার কাছে বলে বেড়াই।
কারণ আপনার ব্যাকগ্রাউন্ড কী? সেটা বড় কথা নয়। নিজের শিকড়কে আঁকড়ে রেখেও স্বপ্নপূরণ করা যায় কিংবা জীবনে সাফল্যের মুখ দেখা যায়। এটাই আসল কথা।’
তার আগে ফ্রেঞ্চ রিভেরাঁয় পৌঁছে সত্তর বছর বয়সি এ বলিউড অভিনেতা বলেন, ‘সৎভাবে কঠোর পরিশ্রম করলে আর ইতিবাচক মনোভাব থাকলে সাফল্য ধরা দিতে বাধ্য।’
প্রসঙ্গত, আগামীকাল ১৭ মে কানের অলিম্পিয়া ২ থিয়েটারে দেখানো হবে অনুপম খের অভিনীত ‘তানভি দ্য গ্রেট’।
আরএ/টিএ