রাজনীতিবিদদের তিস্তা নিয়ে নতুন করে ভাবতে হবে: মান্না

রাজনীতিবিদদের তিস্তা নিয়ে নতুন করে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, আওয়ামী লীগ শাসনামলে ভারত যেভাবে চেয়েছে সেভাবেই বাংলাদেশ চালিয়েছে। কিন্তু এখন আমরা সেভাবে আর চলতে চাই না। জুলাই গণ-অভ্যুত্থানের পরও ভারত আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। কী কর্মসূচি হাতে নিলে তিস্তার পানি আমরা পেতে পারি তা নিয়ে ভাবতে হবে। পাকিস্তানের মতো আমাদের এটমবোম বা মিসাইল নেই যে ভয় দেখিয়ে পানির নায্য হিস্যা আদায় করতে পারব।

শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ৪৯তম ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মান্না এসব কথা বলেন।

ফারাক্কা নদীর চুক্তির মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে উল্লে­খ করে মান্না বলেন, ‘ফারাক্কা চুক্তিতে ভারতের ৪৪ হাজার কিউসেক পানি দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তির পর ধীরে ধীরে ভারত পানির পরিমাণ কমিয়ে দেয়। আগামী ফেব্রুয়ারির পর ভারত আবার নতুন করে চুক্তি নবায়ন করবে। সরকার করবে কি না জানি না। এবার চুক্তি হবে না। পত্রিকা বা টেলিভিশনে কোথাও কেউ কেন কিছু লিখছে বা বলছে না কেন?’

তিনি বলেন, ভারত সরকার যদি ড. ইউনূসের সঙ্গে ফারাক্কা নিয়ে দেখা বা কথা না বলে, চুক্তি করতে রাজি না হয়, তাহলে কীভাবে তাকে বাধ্য করবে। অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে জাতিসংঘের আইনকানুন আছে। কিন্তু দুঃখজনক হচ্ছে, সেই বিধান আমাদের দেশের জন্য কার্যকর নয়। আমরা আন্তর্জাতিক কোনো আইনে স্বাক্ষর করিনি, ভারত ও চীন করেনি।

চীন থেকে তিস্তা নদীর উপত্তি হয়েছে। ভারত অভিযোগ করে, চীন তিস্তার অনেক জায়গায় বাঁধ দিয়েছে। কিন্তু তাদের সঙ্গে পারে না ভারত। আবার ভারত আমাদের ওপর তিস্তা নিয়ে বঞ্চনা করছে। এ সময় অন্তর্বর্তী সরকারকে সবার সঙ্গে কথাবার্তা বলে সচেতনভাবে দেশ চালানোর অনুরোধ জানান মান্না।

তিনি বলেন, সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে তাদের হাতে চলে যাবে। ইন্টারনেট বিদেশি স্টারলিংক কোম্পানির হাতে দিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতের কাছ থেকে আমাদের প্রাপ্য সম্মান, অধিকার, দাবি আদায় করতে হলে শক্তি ও শান্তির কোনো বিকল্প নেই। পানির ন্যায্য হিস্যা শুধু মিছিল ও মিটিং করে আদায় করা যাবে না। কূটনীতিক বিজয় দিয়ে পারব তা-ও না। শক্তি ও শান্তি এই দুটোই মাথায় নিয়ে যদি আমরা সামনে চলতে পারি তাহলে ভারতের কাছ থেকে আমাদের প্রাপ্য দাবি আদায় করা সম্ভব হবে।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
বন্দী ইস্যুতে রাশিয়া-ইউক্রেন বৈঠকে কী সিদ্ধান্ত এলো? May 17, 2025
img
রক্তে শর্করার মাত্রা বেড়েছে কি না, যেসব লক্ষণে বুঝবেন May 17, 2025
img
হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত যুবক May 17, 2025
img
লবণের বাইরে যেসব খাবার বাড়াতে পারে উচ্চ রক্তচাপ May 17, 2025
img
দাউদকান্দিতে সালিস বৈঠক শেষে যুবককে হত্যা May 17, 2025
img
নারীর এভারেস্ট জয়ের অর্ধশতক, বাড়ছে নারী পর্বতারোহীর সংখ্যা May 17, 2025
img
‘সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে’ May 17, 2025
img
মেলোনিকে স্বাগত জানাতে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী May 17, 2025
img
রাজধানী ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস May 17, 2025
img
বিয়ে বাড়িতে অভিনেতাদের নাচ নিয়ে সমালোচনার ঝড়, কী বললেন নওয়াজউদ্দিন? May 17, 2025