কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ফজুমিয়াজির চর পাড়া এলাকার মৃত কপিল উদ্দিন ছেলে মোহাম্মদ কাইছার (২৮) ও লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জিদ্দাবাজার এলাকার আফজাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৩১)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। ট্রাকের চালক ও হেলপার পালাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
আরএম