আবারও উত্তেজনায় ফেটে পড়েছে ভক্তমহল! বহু প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’ ঘিরে এবার নতুন জল্পনা তৈরি হয়েছে, যার সূত্রপাত করলেন হৃতিক রোশন নিজেই।
যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের এই অ্যাকশনধর্মী সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর।
আগামী ২০ মে এনটিআরের জন্মদিন। আর সেই দিনই কি ‘ওয়ার ২’-এর টিজার মুক্তি পাবে? এই সম্ভাবনাকেই উস্কে দিলেন হৃতিক রোশন নিজের এক্স (পূর্বতন টুইটার) পোস্টে।
অভিনেতা লিখেছেন, “এই তারেক, তুমি জানো ২০ মে কী হতে চলেছে? বিশ্বাস করো, তুমি কল্পনাও করতে পারবে না এটা! তৈরি তো?”
এই পোস্ট প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ লিখেছেন, “আর অপেক্ষা করতে পারছি না!”, আবার কেউ নিশ্চিত যে এনটিআরের জন্মদিনেই টিজার সামনে আসবে।
অভিনেতা আয়ান মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’-এ ফের দেখা যাবে হৃতিক রোশনকে ‘কবির’ চরিত্রে। অন্যদিকে, জুনিয়র এনটিআর-এর এটি যশরাজের স্পাই ইউনিভার্সে প্রথম ইনিংস। এই সিনেমাটি হিন্দি, তেলুগু এবং তামিলে মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট, ২০২৫।
এর আগে স্পাই ইউনিভার্সের ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ ও ‘টাইগার ৩’— প্রত্যেকটি ছবিই বক্স অফিসে সুপারহিট হয়েছিল।
সম্প্রতি হৃতিক রোশনকে দেখা গিয়েছিল ‘ফাইটার’ সিনেমায় দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরের সঙ্গে। এখন তিনি কাজ করছেন ‘কৃষ ৪’-এ, যেখানে নিজেই পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। শোনা যাচ্ছে, এই ছবিতে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া ও রেখা।
অন্যদিকে, জুনিয়র এনটিআর কাজ করছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীলের সঙ্গে একটি নতুন ছবিতে, যা তাদের প্রথম যৌথ প্রজেক্ট। এই ছবির নিয়েও উত্তেজনা তুঙ্গে, যদিও এর বিস্তারিত এখনো প্রকাশ্যে আসেনি।
এসএস/এসএন