‘ফিল ফ্রি’ ক্রিকেট খেলতে চান লিটন, লক্ষ্য সিরিজ জয়

চলতি মাসেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। তার নতুন যাত্রা আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে, যেখানে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বিসিবি প্রকাশিত এক ভিডিওতে অধিনায়ক লিটন দাস জানান, দলের ক্রিকেটারদের চাই ভয়-ডরহীন ক্রিকেট খেলা।

লিটন বলেন, “সবার জন্য একটা বার্তাই থাকবে, ‘ফিল ফ্রি’। এই ফরম্যাটে খেলতে গেলে অনেক চিন্তা আসে। আমি চাই প্রতিটি খেলোয়াড় যেন তার জায়গা থেকে স্বাধীনভাবে ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেট উপভোগ করতে পারে। আগেভাগে ফলাফলের চিন্তা না করলেও… সেটা একটা সময় আসবে, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কতটা ভালো প্রসেস বজায় রাখছি।”

এই সিরিজ দিয়েই নিজের অধিনায়কত্বের শুরু করার লক্ষ্য নিয়েছেন লিটন। তিনি বলেন, “এই দুই ম্যাচ থেকে অবশ্যই প্রথম প্রাধান্য হচ্ছে দুইটিই জিততে পারা। পাশাপাশি চাইব, আমরা যেসব জায়গা নিয়ে কিছুদিন ধরে কাজ করছি, সেগুলো সঠিকভাবে পূরণ করতে পারি।”

সফরকারী হিসেবে নতুন কন্ডিশনে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের দলকে ভালো দলের মধ্যে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। সংযুক্ত আরব আমিরাতের দল এখানে সবসময় খেলে এবং কন্ডিশন সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। তবে আমাদের দলও অনেক ভালো, আমরা চেষ্টা করব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে।”

আজ রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ফরম্যাটটিতে এখন পর্যন্ত দুই দল তিনবার মুখোমুখি হয়েছে, যার প্রতিটিতেই জয় পেয়েছে বাংলাদেশ।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দুপুরে খাওয়ার পর ঘুম আসা কোনো রোগ নয়তো? May 17, 2025
img
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ভারত May 17, 2025
img
‘একেনের চরিত্রে আমাকে আর দেখা যাবে না’ May 17, 2025
img
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ইমনের May 17, 2025
নাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনাসদস্য গ্রেপ্তার May 17, 2025
img
পর্তুগালে নির্বাচনে বামপন্থিদের জয়ের দিকে তাকিয়ে অভিবাসীরা May 17, 2025
img
আখতার হোসেনকে পরিবারসহ হত্যার হুমকি May 17, 2025
img
অব্যাহতি আদেশের পর নারী সমন্বয়ক লিজা যা বললেন May 17, 2025
img
জনগণ ভোট দিলে জবাবদিহির অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে জামায়াত :শফিকুর রহমান May 17, 2025
img
এই সরকারের একমাত্র ম্যান্ডেট সংসদ নির্বাচনের আয়োজন করা : সালাহউদ্দিন আহমেদ May 17, 2025