সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ (শনিবার, ১৭ মে) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। ফলে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকেরা। খোলা থাকবে পুঁজিবাজারও।
সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছ বাংলাদেশ ব্যাংক ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
মূলত ঈদুল আজহা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ১৭ ও ২৪ মে দাফতরিক কাজের স্বার্থে সাপ্তাহিক ছুটির দিনেও (শনিবার) স্বাভাবিক সময় অনুযায়ী অফিস খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আজ ১৭ মে দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক কর্মদিবস অনুযায়ী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এ ছাড়া আজ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসাকেন্দ্র, শাখা এবং বুথও খোলা থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে, অন্যান্য কর্মদিবসের মতো শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন চালু থাকবে। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।
এসএন