সংযুক্ত আরব আমিরাতে বুধবার যাওয়ার পর দুদিন অনুশীলন করার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। প্রচণ্ড গরম এখন আরব আমিরাতে। এজন্য রাতে হচ্ছে দুটি ম্যাচই। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আজ। শুরু হবে রাত ৯টায়। দুটি ম্যাচই শারজায়।
মরুর বুকে এই সংক্ষিপ্ত সিরিজ দিয়ে নিজেদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে এর আগে দুটি ম্যাচেই জিতেছে টাইগাররা। ২০২২ সালের সিরিজ বাংলাদেশের জন্য সহজ ছিল না। সেবার প্রথম ম্যাচে সাত রানে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩২ রানে।
তাসকিন আহমেদ ছাড়া বাংলাদেশ দলে সব ক্রিকেটার আছেন। সেরা দল নিয়ে গেছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন, ‘আমরা ইতিবাচক ক্রিকেট খেললে সিরিজ জিতব।’
বাংলাদেশ পাঁচ পেসার নিয়ে সফরে গেছে। পাঁচ পেসার নেওয়ার কারণ এরপরে পাকিস্তান সফর। উইকেটকিপার-ব্যাটার রয়েছেন জাকের আলী, লিটন দাস ও পারভেজ হোসেন।
অলরাউন্ডার মোহাম্মদ নাঈমের সঙ্গে রয়েছেন শামীম হোসেন। রিশাদ হোসেন দলের অন্যতম সেরা স্পিনার। টপঅর্ডারে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তাওহিদ হৃদয়, সৌম্য সরকার ও তানজিদ হাসান।
এই ফরম্যাটে সবশেষ সিরিজে সেন্ট ভিনসেন্টে ক্যারিবীয়দের বিপক্ষে ৩-০তে সিরিজ জেতে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই। আরব আমিরাতকেও তাই ছোট করে দেখছে না বাংলাদেশ। নিজেদের পারফম্যান্সের ধারাবাহিকতা চান লিটনরা।
সংযুক্ত আরব আমিরাত আইসিসির পূর্ণ সদস্যদের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলেনি। ২০২৩-২৪ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তান তাদের ২-১ ব্যবধানে হারিয়েছিল। শারজায় এই সপ্তাহে তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ দল শারজার পিচ সম্পর্কে কিছুটা ধারণা রাখে। যেখানে তারা গত বছর আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছে। আমিরাত ঘরের মাঠে টি-টোয়েন্টি খুব বেশি খেলে না। শারজায় গত দুই বছরে দুটি ম্যাচে ১৮০’র বেশি রান তাড়া করে জয়ের নজির রয়েছে।
এসএস/এসএন