সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তিনদিন আগেই দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে ভিসা সমস্যার কারণে বিমানবন্দর এলাকায় আটকে ছিলেন দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও নাহিদ রানা। শেষ পর্যন্ত সেই জটিলতা কেটে গিয়ে শুক্রবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা।
ভিসা জটিলতার কারণে দুজনকেই অবস্থান করতে হয়েছিল এয়ারপোর্টসংলগ্ন একটি হোটেলে। তবে এখন সবকিছু স্বাভাবিক, এবং শনিবার সিরিজের প্রথম ম্যাচেই একাদশে জায়গা পেতে পারেন তারা।
এর আগে পিএসএল স্থগিত হওয়ার পর দুবাই হয়ে দেশে ফিরেছিলেন রিশাদ ও রানা। এবার ফিরলেন আন্তর্জাতিক ম্যাচ খেলতে, যদিও কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।
আজ (শনিবার) শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আমিরাত টি-টোয়েন্টি সিরিজ। এর আগে আমিরাতের বিপক্ষে তিনটি ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। যদিও সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স মিশ্র, বিশেষ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক ফলের পর। তাই আমিরাতের বিপক্ষে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা দলটির।
টিকে/টিএ