শ্রমিক নেতা আটক, প্রতিবাদে সড়কে ট্রাক দিয়ে ব্যারিকেড

দিনাজপুরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ওসির সঙ্গে বাগবিতণ্ডায় শাহ আলম নামের এক শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে জেলার কয়েকটি সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিকরা। পরে ওই শ্রমিক নেতাকে ছেড়ে দেওয়া হলে দুই ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় দিনাজপুর জেলা শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই শ্রমিক নেতাকে আটক করে পুলিশ। এই ঘটনায় শ্রমিকরা জেলার সব রুটে ট্রাক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই নেতাকে ছেড়ে দিলে ব্যারিকেড তুলে নেন তারা।

আটককৃত শ্রমিক নেতা শাহ আলম দিনাজপুর শহরের হাউজিং মোড় শাখা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর জেলা শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে আহত হন নূর আলম (৪০) নামে এক যুবক।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরই মধ্যে কে বা কারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতয়ালি থানার ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আলোচনার এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে ওসির বাগবিতণ্ডা হয়। সেখানে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে শ্রমিক নেতা শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনা শ্রমিকদের মাঝে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা থানা ঘেরাও করে তাদের নেতার মুক্তির দাবি জানান। পরে শ্রমিকরা ট্রাক দিয়ে থানা ঘেরাওসহ সব রুটে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। এতে দিনাজপুর-রংপুর, দিনাজপুর-গোবিন্দগঞ্জ, দিনাজপুর-চিরিরবন্দর, দিনাজপুর-দশমাইল, দিনাজপুর-বিরলসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল হক বলেন, গতকাল বিকেলে আমাদের শ্রমিক শাহ আলমকে গ্রেপ্তার করে। এরপর থেকে কোতয়ালি থানার ওসিকে বহুবার ফোন দিয়েছি, তিনি আমাদের ফোন রিসিভ করেননি। আমরা থানায় দেখা করতে গেলে জেলে পাঠানোর হুমকিও দেন। অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করার প্রতিবাদে শ্রমিকরা জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই শ্রমিক নেতাকে আটক করা হলে শ্রমিকদের পক্ষ থেকে শাহ আলমকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এতে শ্রমিকরা তাদের ব্যারিকেড তুলে নেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সেনাপ্রধান অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহী বললেন ইমরান খান Dec 04, 2025
img
ইমরান খানের জন্য উদ্বিগ্ন ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন Dec 04, 2025
img

সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টা

নির্বাচন ও গণভোটে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে Dec 04, 2025
img
ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে মিষ্টি আলু Dec 04, 2025
img
ঘরোয়া উপকরণেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সস Dec 04, 2025
img
ইনজুরি নিয়ে এবার নেইমারের হ্যাটট্রিক Dec 04, 2025
img
ধারাবাহিক ভূমিকম্প কিসের ইঙ্গিত? Dec 04, 2025
img
ঐতিহ্য আর আধুনিকতার মেলাবন্ধনে ফাতিমার অনন্য উপস্থিতি Dec 04, 2025
img
অভিনয়ের গভীরতা বোঝাতে অনন্যাকে নতুন পথ দেখালেন শাহরুখ Dec 04, 2025
img
অভিনয় ছাড়িয়ে প্রযোজনায় নতুন যাত্রা সামান্থার Dec 04, 2025
img
৫ গোলের ম্যাচে এক গোল করেই কোয়ার্টার ফাইনালে বায়ার্ন Dec 04, 2025
img
রাফিনিয়া ব্যালন ডি’অর না জেতায় হতবাক সিমেওনে Dec 04, 2025
img
গাইবান্ধায় ধানের ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ Dec 04, 2025
img
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের Dec 04, 2025
img
নবম পে-কমিশন: গেজেটের দাবিতে মহাসমাবেশের ডাক সরকারি কর্মচারীদের Dec 04, 2025
img
লাল কার্ডের জন্য কষ্ট পাচ্ছেন লুকাস পাকুয়েতা Dec 04, 2025
img
রেমিট্যান্স পাঠানোর খরচের বিষয়ে নতুন উদ্যোগ Dec 04, 2025
img
রাজধানীতে আবারও ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Dec 04, 2025
img

লে. কর্নেল রাশেদ কামাল রনি

‘সীমান্তে পুশইন মোকাবিলায় বিজিবি-জনতা একত্রিত হতে হবে’ Dec 04, 2025
img
১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত Dec 04, 2025