খাগড়াছড়ির মাটিরাঙ্গার আচালং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
শনিবার (১৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো. খালিদ ইবনে হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ফেনীছড়া বিওপির ১টি বিশেষ টহল দল ভারত সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম আচালং কবরস্থান এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২টি ভারতীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
যামিনীপাড়া জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করার পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার তবলছড়ির চৌধুরী পাড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।