ফেনীতে কোন ধরনের উৎকোচ কিংবা তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেয়েছেন ২০ জন। এদের মধ্যে ১৯ জন পুরুষ ও একজন নারী।
গত বৃহস্পতিবার (১৫ মে) জেলা পুলিশের উদ্যোগে লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা নিয়োগ পান।
জেলা পুলিশ সূত্র জানায়, গত ৫ মে ফেনী গিরিশ অক্ষয় একাডেমিতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০ জন নির্বাচিত হন।
নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
সূত্র আরো জানায়, কনস্টেবল পদে অনলাইনে ৩৬৬ জন আবেদন করেন।
যাচাই-বাছাই প্রক্রিয়ায় ১৬৩ জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ১৬১ জনের মধ্যে ৩৪ জন উত্তীর্ণ হন। শুক্রবার দিনব্যাপী মৌখিক পরীক্ষায় (ভাইভা) ২০ জন প্রাথমিকভাবে নির্বাচিত হন। এ সময় কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরে নির্বাচিত প্রার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে যারা নিয়োগ পেয়েছেন তারা দেশ সেবায় চূড়ান্তভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে তার আশা রাখি।
এসএম/এসএন