চট্টগ্রাম চিড়িয়াখানায় নির্মাণাধীন গেইট ধসে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১৭ মে) রাত ১২টার দিকে নগরের ফয়েস লেকের সামনে চিড়িয়াখানার মূল গেইটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মোহাম্মদ আরমান, মোহাম্মদ সোহেল, রনি হালদার, মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ রাকিব। তাদের বয়স ১৯ থেকে ৩০ বছর।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান আজ শনিবার জানান, চিড়িয়াখানার মূল গেইটটি নতুন করে নির্মাণ করার সময় হঠাৎ করে গেটের ওপরের অংশ ধসে পড়ে। এতে পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, আহতরা হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।