প্রেমের গুঞ্জনে পানি ঢাললেন বিজয়

দীর্ঘদিন ধরেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন—বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা প্রেম করছেন। তাদের এ সম্পর্ক একপ্রকার ‘ওপেন সিক্রেট’। যদিও দু’জনের কেউই এখন পর্যন্ত সম্পর্কের বিষয়ে খোলাখুলি কিছু বলেননি। তবে নানা সময়ে আকার-ইঙ্গিতে ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন তারা একে অপরের খুব কাছের মানুষ।

এই তারকা জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করে, তাই প্রায়ই অনুরাগীদের প্রশ্ন—কবে বিয়ে করছেন বিজয়-রাশমিকা? কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম এবং জীবনসঙ্গীর প্রসঙ্গে বিজয়ের উত্তর কিছুটা হতাশ করেছে ভক্তদের।

সাক্ষাৎকারে বিজয়কে জিজ্ঞাসা করা হয়, তিনি জীবনসঙ্গীতে কী কী গুণ খোঁজেন? জবাবে বিজয় সোজাসাপ্টা বলেন, ‘আমি এই মুহূর্তে জীবনসঙ্গীর খোঁজ করছি না।’ যদিও পরবর্তী প্রশ্নে কিছুটা নরম সুরে কথা বলেন, তবুও রাশমিকার প্রসঙ্গে কোনও সরাসরি উত্তর দেননি।

যখন তাকে জিজ্ঞাসা করা হয়, রাশমিকার মতো কেউ কি আপনার জন্য উপযুক্ত জীবনসঙ্গী? তখন বিজয় বলেন, ‘যে কোনও ভাল মনের ভাল নারীই উপযুক্ত।’

এ ধরনের প্রশ্নে আগেও রাশমিকার প্রসঙ্গ এড়িয়ে গেছেন বিজয়। তবে বিজয়ের নাম শুনলেই রাশমিকার মুখে যে হাসি খেলে যায়, তা তাদের ঘনিষ্ঠতা নিয়ে অনেক কিছু বলে দেয়।

কিছুদিন আগেই রাশমিকা জন্মদিন পালন করতে গিয়েছিলেন ওমানে। সেখানে সমুদ্রসৈকত থেকে তোলা ছবি শেয়ার করেছিলেন তিনি। ঠিক একই সময়, একই জায়গা থেকে ছবি শেয়ার করেছিলেন বিজয়ও। তাই অনেকেই ধরে নিয়েছেন তারা একসঙ্গেই ছিলেন।

তবে এবার জীবনসঙ্গীর প্রসঙ্গে বিজয়ের সোজাসাপ্টা এড়িয়ে চলা অনুরাগীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে—তাদের সম্পর্ক কি তবে শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ থাকবে?

টিকে/এসএন

Share this news on: